Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাঁ হুজুরের পার্লামেন্টে মানুষের অধিকার খর্ব হচ্ছে: ফখরুল


১৫ জানুয়ারি ২০২০ ২১:০১

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শাসনভার এখন সন্ত্রাসীদের হাতে। সংসদীয় গণতন্ত্র নেই। হ্যাঁ হুজুরের পার্লামেন্টে প্রতিনিয়ত দেশের মানুষের অধিকার খর্ব হচ্ছে।

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ দেশে নতুন আঙ্গিকে বাকশাল কায়েম করেছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁওয়ের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বালিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ বর্তমানে যে কঠিন সময় পার করছে, ১৯৭১ সালেও দেশে এতোটা দুঃসময় বিরাজ করেনি। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন ও বৈষমহীন সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বাধীকার আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল আরও বলেন, একাত্তরের আগে বহিঃশত্রু দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখন দেশের ভেতরে ঘরের শত্রু মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে। বন্দুক-পিস্তল আর সন্ত্রাসীদের দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে ভোট ডাকাতের দল আওয়ামী লীগ। সংবিধানে উল্লেখ্য রয়েছে দেশের মালিক জনগণ। সেই মালিকানাও কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট এ সরকার।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিজেদের বগলে নিয়ে প্রহসনের নির্বাচন করছে অবৈধ এ সরকার। জবাবদিহিতার অভাবে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। দেশে প্রকাশ্যে হত্যা, ধর্ষণের উৎসব শুরু হয়েছে। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা না ভেবে অনুষ্ঠান-উৎসব নিয়ে আওয়ামী লীগ ব্যস্ত। ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। আওয়ামী লীগের সিল ছাড়া চাকরি-বাকরি হয় না— বলেন ফখরুল।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি বাইরে থাকলে সরকারের অপর্কম ফাঁস হয়ে যাবে বলে তাকে জেলে আটক রাখা হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ অনেকে।

খালেদা জিয়া গণতন্ত্র ফখরুল বিএনপি মানবাধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর