Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি গভর্নমেন্ট গঠনের প্রস্তাব নাকচ করে দিলেন মন্ত্রী


১৫ জানুয়ারি ২০২০ ১৯:৫৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ২০:১০

জাতীয় সংসদ ভবন থেকে: সিটি গভর্নমেন্ট গঠনে রুমিন ফারহানার প্রস্তাব নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশনের হাতে যে ক্ষমতা দেওয়া আছে, তা যথেষ্ট। তাদের দায়িত্ব পালনে কোনো অসুবিধা নেই।

বুধবার (১৫ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। প্রশ্ন উত্থাপনের সময় রুমিন ফারহানা সিটি গভর্নমেন্ট গড়ার প্রস্তাব দিলে মন্ত্রী তা নাকচ করে দেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দেশের শহর, নগর ও গ্রামের উন্নয়ন কিভাবে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। বিশিষ্টজনরা মতামত দিয়েছেন। সবকিছু বিবেচনা করে আমাদের সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন ও উপজেলাসহ স্থানীয় সরকারের সব কাঠামোকে বিভিন্নভাবে ক্ষমতায়ন করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে এসে দেখেছি, আমাদের সিটি করপোরেশনগুলোকে সক্ষমতা অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। এই ক্ষমতা সত্যিকার অর্থে প্রয়োগ করে বাস্তবায়ন করতে পারলে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে এবং নগরের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।

তাজুল ইসলাম বলেন, জাতির জনক উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিচালনা করছেন। যখন যেখানে নীতিগত, আইনগত, সংশোধনের প্রয়োজন দেখা দেবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্যোগ নেওয়া হবে। আমি মনে করি, বর্তমানে সিটি করপোরেশনের কাছে যে ক্ষমতা দেওয়া আছে তা যথেষ্ট। তাদের দায়িত্ব পালনে কোনো অসুবিধা নেই।

বিজ্ঞাপন

বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ কেউ এ দেশে সবসময় সামনে বিপর্যয় দেখেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা জাতি সফলতা দেখে। পার্থক্য একটু আছে। আসলে এই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য অনেক আগে থেকে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ডিসপোজাল নিয়ে আমরা মহাপরিকল্পনা করেছি। জাইকার রিপোর্ট অনুযায়ী বর্জ্য সংগ্রহে আমরা অনেক এগিয়ে আছি। কিন্তু এটাকে ধ্বংস করতে না পারলে তাহলে বিশাল বর্জ্যের কারণে আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়ব। তাই বর্জ্য ধ্বংস করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে প্রকল্প নেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জ্য নিয়েও আমাদের পরিকল্পনা আছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এরই মধ্যে অনেক ক্ষতি হয়েছে। আমরা উদ্বিগ্ন হলেও বিষয়গুলো আমাদের নজরে আছে। আশা করি, আমরা স্বস্তিদায়ক জায়গায় যেতে পরব।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম রুমিন ফারহানা সিটি করপোরেশন সিটি গভর্নমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর