Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্ট টাইম চাকরির প্রস্তাব পেয়েছেন প্রিন্স হ্যারি


১৫ জানুয়ারি ২০২০ ১৮:৪৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ২০:৫২

রানি এলিজাবেথের সম্মতিক্রমে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন  প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এমন অবস্থায় কৌশলে প্রিন্স হ্যারিকে পার্ট টাইম চাকরির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক চেইনশপ বার্গার কিং। সাম্প্রতিক টুইটার প্রচারণায় এই কৌশল ব্যবহার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) এ খবর জানিয়েছে ফক্স নিউজ।

এর আগে, অর্থনৈতিক স্বাধীনতা না থাকায় রাজকীয় দায়িত্ব থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তাদের সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে, নিজেদের মতো জীবন উপভোগ করার ব্যাপারে সম্মতি দিয়েছেন রানি এলিজাবেথ।

বিজ্ঞাপন

এদিকে, বার্গার কিং তাদের ওই টুইটার পোস্টে উল্লেখ করেছে, হ্যারি চিন্তা নেই আমাদের রাজপরিবার থেকে আপনাকে পার্ট টাইমার হিসেবে সুযোগ দিতে চাচ্ছে। বার্গার কিংয়ের ওই টুইটার বার্তায় প্রতিক্রিয়ার ঝড় বয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ১৪০০ রিটুইট এবং ৬৫০০ লাইক পড়েছে ওই পোস্টে।

এক সপ্তাহের মধ্যে পৃথিবীজুড়ে বার্গার কিংয়ের আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।

পার্ট টাইম প্রিন্স হ্যারি বার্গার কিং মেগান মার্কেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর