চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল থেকে ৪ রামদা উদ্ধার
১৫ জানুয়ারি ২০২০ ১৬:০৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৬:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের সামনে নুরে আলম স্টোর থেকে দুটি ও হলের পাশে নালা থেকে দুটি, মোট চারটা রামদা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে রামদাগুলো উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।
প্রক্টর মনিরুল বলেন, গোপন সংবাদেরভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালনা করি। কে বা কারা রেখেছে এখনো জানা যায়নি। নুরে আলম স্টোরের মালিক একজন বিশ্ববিদ্যালয় কর্মচারী। তাকে শোকজ করা হবে। তারপর জানা যাবে। তবে এখনো অনুসন্ধান চলছে।