বাংলায় স্ট্যাটাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী বার্নি
১৫ জানুয়ারি ২০২০ ১৫:২৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৬:৫১
এ বছরই অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০। নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যে কে লড়বেন তা এখনো নিশ্চিত নয়। তবে বহুজাতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে সিনেটর ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স অভিনব উপায় বের করেছেন।
তিনি ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্প্যানিশ, চাইনিজ, কোরিয়ান, পাঞ্জাবি, বাংলা, হিন্দিসহ ১৬টি ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যা অভিবাসীদের আলোড়িত করেছে।
পদপ্রত্যাশী নেতা বার্নি তার স্ট্যাটাসগুলোতে বিভিন্ন ভাষায় লিখেছেন, স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার।
তার বাংলায় দেওয়া স্ট্যাটাসটিতে ৫শ এর অধিক মন্তব্য এসেছে। শেয়ার করেছেন এক হাজার জন ব্যবহারকারী।
মীর মোমেন হোসেইন মিঠু নামের একজন বার্নির উদ্দেশে লিখেছেন, বাংলাদেশ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। আমি আপনার ভালো স্বাস্থ্য ও নির্বাচনে বিজয় আশা করি, কারণ বিশ্বে আপনার মতো আরও রাজনীতিবিদ প্রয়োজন। আপনার সর্বোচ্চ ভালো চাই।
ফেসবুক স্ট্যাটাস বার্নি স্যান্ডার্স বাংলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০