Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু


১৫ জানুয়ারি ২০২০ ১১:৫৮

রংপুর: রংপুরের তারাগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের তারাগঞ্জের বাছুরবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ডিপজল পরিবহণের একটি বাস ঠাকুরগাঁও থেকে রংপুরে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সকে মুখোমুখি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সকালে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে সাথী আক্তার ও বিপ্লব এবং পরে হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক রুবেলের মৃত্যু হয়। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টপ নিউজ দুর্ঘটনা নিহত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর