কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় সাইকেল আরোহীর মৃত্যু
১৫ জানুয়ারি ২০২০ ১১:৪৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১১:৪৪
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান চাপায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী পল্লীবিদ্যুৎ এলাকায় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইটিপি ইনচার্জ হিসেবে চাকরি করতেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।