মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, আইসিজি’র রায় ২৩ জানুয়ারি
১৫ জানুয়ারি ২০২০ ১০:২৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১২:০৫
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর চালানো গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার আদেশ ২৩ জানুয়ারি ঘোষণা করবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি)। গাম্বিয়ার আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
গত বছরের নভেম্বরে পূর্ব আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগ এনে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজি’তে একটি অভিযোগ দায়ের করে। মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লংঘনের অভিযোগ আনে গাম্বিয়া।
গত ডিসেম্বরে নেদারল্যান্ডসের হেগে ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত টানা তিনদিন অভিযোগের ওপর শুনানি চলে। এ শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নেন দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি। এ শুনানিতে মিয়ানমারে কোনো গণহত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তবে গাম্বিয়ার পক্ষ থেকে জাতিসংঘের সর্বোচ্চ আদালতকে এ বিষয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।