ঘন কুয়াশার কারণে শাহজালালে বিমান ওঠানামা বন্ধ
১৫ জানুয়ারি ২০২০ ০৩:৫৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৮:৫৬
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রাত ৩টা ২০ মিনিট থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বুধবার ( ১৫ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দরের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্রের খবর, রাত ৩টা পযন্ত শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক ছিলো। কিন্তু রাত ৩টার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। এক পর্যায়ে ৩টা ২০ মিনিট থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো ফ্লাইট উঠা নামা করতে পারছে না। একই সাথে শাহজালালে যেসব ফ্লাইট অবতরণ করার কথা ছিলো সেগুলো কলকাতাসহ পার্শবর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান উঠানামা করতে পারে। কিন্ত এর নিচে নামলে ফ্লাইট উঠানামা করতে পারে না।