Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসকে সিনহার দুর্নীতির মামলা বদলির নির্দেশ


১৫ জানুয়ারি ২০২০ ০১:১৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৩:৪৩

প্রতীকী ছবি

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দুর্নীতি মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

২০১৯ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদার মামলায় সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি মর্মে তাকে অব্যাহতির প্রার্থনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এরপর বিচারক দেখিলাম মর্মে স্বাক্ষর করেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

মামলার অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করার কথা উল্লেখ করা হয়েছে।

আদালত এসকে সিনহা দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর