বকেয়া রাজস্বের ২৭ কোটি টাকা জমা দিয়েছে রবি
১৪ জানুয়ারি ২০২০ ১৬:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৯:৪৫
ঢাকা: মোবাইল অপারেটর রবি আজিয়াটা তাদের বকেয়া রাজস্বের প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরাসি) জমা দিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটি বিটিআরসিতে এই টাকা জমা দিয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান।
তিনি সারাবাংলাকে বলেন, রবির বকেয়া পাওনা পাঁচ কিস্তিতে বিটিআরসিতে জমা দেওয়ার কথা রয়েছে। এরমধ্যে বুধবার প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা জমা দিয়েছে। বিটিআরসির টাকা জমা দেওয়ার যে প্রক্রিয়া এ ক্ষেত্রেও সেই প্রক্রিয়া অনুসরণ করে টাকা দেওয়া হয়েছে।
নীরিক্ষার ভিত্তিতে বিটিআরসি গ্রামীণফোন ও রবির কাছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার বকেয়া রাজস্ব রয়েছে বলে দাবি করে আসছে। এরমধ্যে গ্রামীণফোনের কাছ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা নিয়ে বিটিআরসি ও দুই অপারেটরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের নির্দেশেই রবি প্রথম ধাপে তাদের বকেয়ার ২৭ কোটি ৬০ লাখ জমা দিয়েছে।