গিনিতে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, দুইজনের মৃত্যু
১৪ জানুয়ারি ২০২০ ১৫:২৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ১৬:৫২
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে সরকারবিরোধী বিক্ষোভের প্রথমদিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে তৃতীয় মেয়াদেও ক্ষমতায় থাকার অভিপ্রায়ে দেশটির সংবিধানের সংশোধনী আনতে চাইলে রাজধানী কোনাক্রি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। ক্রমেই তা সারাদেশে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই বিরোধী মতামত দমনের উদ্দেশ্যে গিনির বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের অভিযোগ উঠেছে।
এদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিত নিহত দুইজন তরুণের একজন রাজধানী কোনাক্রিতে এবং আরেকজন উত্তরাঞ্চলীয় শহর লাবেতে গুলিবিদ্ধ হয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) থেকেই গিনির রাজধানী কোনাক্রিতে জনতার ডাকা ধর্মঘটের কারণে কার্যত সবকিছু বন্ধ ছিল। ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি। তবে, কতদিন পর্যন্ত এই ধর্মঘট স্থায়ী হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডের বিরুদ্ধে এর আগের আন্দোলনও নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পন্ড হয়েছিল। সেসময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল।