Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিমকোর্টে সমৃদ্ধ লাইব্রেরি করা হবে: আইনমন্ত্রী


১৪ জানুয়ারি ২০২০ ০৪:০৮

ফাইল ছবি: আনিসুল হক

ঢাকা: সুপ্রিমকোর্টের আইনজীবীদের জন্য একটি আধুনিক ও সমৃদ্ধশালী লাইব্রেরি করতে যা যা দরকার তার সব ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে আইনজীবীদের লাইব্রেরির জন্য ৩০ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘আমি আপনাদেরই একজন। আইন পেশার সাথে আমার শুধু এক পুরুষের সম্পর্ক না, এর সঙ্গে আমার দুই-তিন পুরুষের সম্পর্ক।’

তিনি বলেন, ‘আমি মনে করি, সুপ্রিমকোর্ট বারের যে লাইব্রেরি আছে, এটি হওয়া উচিত এশিয়া মহাদেশের সকল বারের থেকেও সমৃদ্ধশালী লাইব্রেরি।’

আধুনিক ও সমৃদ্ধ করতে প্রত্যেক বছর ৩০ লাখ টাকা করে দেয়া হবে জানান আইনমন্ত্রী।

এ সময় তিনি সুপ্রিমকোর্ট বারের লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করতে আলাপ-আলোচনা করে ঠিক করতে বলেছেন বার সভাপতি ও সম্পাদককে।

তিনি বলেন, ‘আইনজীবীদের বসার জায়গা প্রয়োজন এটা আমি আইনজীবী হিসেবে বুঝি।’ জায়গার সংকট কাটাতে নতুন ভবন তৈরি করতে একটা পরিকল্পনা তৈরি করে বার সভাপতিকে দিতে বলেছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জায়গা নিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন এবং আইনজীবী সমিতি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে টাকা আপনাদের কোন সমস্যা হবে না।আপনারা প্রস্তাব দিবেন যুক্তিসঙ্গত হলে নিশ্চয় আপনাদের সুবিধার্থে সেটি করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।’

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চলানায় চেক প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

আইনজীবী আইনমন্ত্রী লাইব্রেরি সুপ্রিমকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর