Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরিয়ার কবিরের স্ত্রী ফাতেমা কবির মারা গেছেন


১৩ জানুয়ারি ২০২০ ২৩:২৬

ঢাকা: বিশিষ্ট লেখক, সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ফাতেমা কবির (ডানা কবির) মারা গেছেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল সোমবার (১৩ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুকুল জানান, রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন ফাতেমা কবির। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা শাহাদাত চৌধুরী ও মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরীর ছোট বোন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সূচনা থেকে বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সব নাগরিক আন্দোলনে যুক্ত ছিলেন ফাতেমা কবির। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ফাতেমা কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

শাহরিয়ার কবির ও তার মেয়ে দেশের বাইরে থাকার কারণে ফাতেমা কবিরের জানাজা বুধবার (১৫ জানুয়ারি) বাদ জোহর মহাখালী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কাজী মুকুল।

ফাতেমা কবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর