Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইমচর উপজেলায় ফের আ.লীগ প্রার্থীর জয়


১৩ জানুয়ারি ২০২০ ২৩:২৩

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর হোসেন পাটওয়ারী বেসরকারিভাবে পুনঃনির্বাচিত হয়েছেন। মোট ৩১টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১৬ হাজার ১৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১১ হাজার ৭২৪ ভোট। আর ৪ হাজার ২০৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিএনপি প্রার্থী ইসহাক খোকন।

বিজ্ঞাপন

সোমবার (১৩) রাতে নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ২৩৪ জন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ৪১৭ ও নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন।

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩১টি কেন্দ্রের ২০০টি বুথে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

উপজেলা পরিষদ নির্বাচন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর