Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপচাঁচিয়া পৌর নির্বাচনে বিএনপি’র জয়


১৩ জানুয়ারি ২০২০ ২১:২০

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৬৫৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী, বর্তমান মেয়র বেলাল হোসেন। জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৬৪২ ভোট।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে রির্টার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক রানা পেয়েছেন ১ হাজার ২৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন হাজী আহম্মেদ আলী। মোবাইল ফোন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩৪ ভোট।

এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

মাহবুব আলম শাহ আরও জানান, পৌর নির্বাচনে ভোট পড়েছে ৮১ শতাংশ। পৌরসভার ১৬ হাজার ৭৬৩ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৬৬১ জন ভোট দিয়েছেন।

ইউপি নির্বাচন ভোটগ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর