Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ মা, মেয়ে ও ছেলে আটক


১৩ জানুয়ারি ২০২০ ১৯:৩৫

মঠবাড়িয়া (পিরোজপুর): ইয়াবা বিক্রির অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছে ১ হাজার ৩শ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ বন্দর স্লুইচ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন— নূরজাহান বেগম (৫৮), তার মেয়ে আসমা আক্তার (২১) ও ছেলে হাসান মিয়া (১৮)। নূরজাহান বেগম দক্ষিণ মিঠাখালী এলাকার রত্তন হাওলাদারের স্ত্রী।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানাজ পারভীন জানান, স্ত্রী নূরজাহান ও তার ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিলেন। কালাম টেকনাফ থেকে ইয়াবা এনে এই এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর