জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ায় বাড়ি ঘেরাও
১৩ জানুয়ারি ২০২০ ১৮:৪৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ২০:১৭
ঢাকা: সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সেখানে যাওয়ার পর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে উপজেলার গোকুলনগরের ওই বাড়িটি ঘিরে রাখা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল মান্নান।
তিনি বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পৌঁছানোর পর অভিযান চালানো হবে।’