৩ মাসের মধ্যে টয়লেট সমস্যার সমাধান: ইশরাক
১৩ জানুয়ারি ২০২০ ১৬:৩৫
ঢাকা: নির্বাচিত হলে আগামী ৩ মাসের মধ্যে পাবলিক টয়লেট সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
সোমবার (১৩ জানুয়ারি) চতুর্থ দিনের মতো গণসংযোগ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রত্যেক ওয়ার্ডের জনবসতি অনুপাতিক পাবলিক টয়লেট প্রতিস্থাপন করব। সেখানে নারীদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।’
সবকিছু মোকাবিলায় প্রস্তুত আছি: ইশরাক
নির্বাচনি প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে দাবি করে তিনি বলেন, ‘আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যেসব এলাকায় গণসংযোগ করছি সেখানে বাসিন্দা, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আমাদেরকে সমর্থন করছে।’
এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘আজ সকাল থেকে এ পর্যন্ত বাধার সম্মুখীন হইনি। তবে আমরা আশঙ্কা করছি বাধার সম্মুখীন হতে পারি। মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি, যত বাধাই আসুক কোনো বাধা আমরা মানবো না। আমাদের কাজ আমরা চালিয়ে যাব। ভোটারদের উদ্দেশে বলেন, ৩০ তারিখ আপনার ভোট দিতে আসবেন। আপনারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য আমরা মাঠে থাকবো।
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘ফিল্ড একটা তৈরি হয়েছে। ভোট ডাকাতির, ভোট কারচুপির এবং প্রতিপক্ষকে দমন করার। এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কী না, তা জানি না।’
এর আগে, টিকাটুলির এ কে এম দাস লেনের উইমেন্স কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির এই মেয়র প্রার্থী। এর পর ফোল্ডার স্টেট রোড হয়ে জয়কালী মন্দির রোড, কাপ্তান বাজার, নবাবপুর রোড হয়ে বংশাল যুবদলের অফিসে এসে দুপুরের বিরতি দেন। এ সময় হাজার হাজার নেতা-কর্মী ধানের শীষে ভোট চেয়ে শ্লোগান দেন।