Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক’


১৩ জানুয়ারি ২০২০ ১৬:৩৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে বাংলাদেশে যে গণজাগরণ হবে। সেই গণজাগরণের ফলে স্বৈরাচারের পতন হবে।

আইনজীবীদের সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আহমেদ আযম খান, আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, মো. ফারুক হোসেন, শরীফ ইউ আহমেদ, মহিউদ্দিন মহিম।

খন্দকার মাহবুব খালেদা চিকিৎসা মুক্তি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর