বিমানের দুর্নীতি মামলা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ১০ কর্মকর্তা
১৩ জানুয়ারি ২০২০ ১৪:৪৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৪:৫৪
ঢাকা: ১১৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ কর্মকর্তা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এই ১০ কর্মকর্তা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ১০ আসামি হলেন- সাবেক সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. লুতফে জামাল, সাবেক সহকারী ব্যবস্থাপক মোশাররফ হোসেন তালুকদার (কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক রাজিব হাসান (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন তালুকদার (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক কে এন আলম (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক, (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে কার্গো আমদানি শাখা), সাবেক সহকারী ব্যবস্থাপক সৈয়দ আহমদ পাটোয়ারি (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত), সাবেক সহকারী ব্যবস্থাপক মনির আহমেদ মজুমদার (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে পিআরএল), সাবেক ব্যবস্থাপক এ কে এম মঞ্জুরুল হক (আমদানি, বর্তমানে অবসরপ্রাপ্ত) এবং সাবেক সহকারী ব্যবস্থাপক মো. শাহজাহান (বাণিজ্যিক, কার্গো শাখা, বর্তমানে অবসরপ্রাপ্ত)।
এর আগে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর বিমানের সাবেক মহাব্যবস্থাপক (কার্গো) ও পরে মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক (বর্তমানে অবসর) মোহাম্মদ আলী আহসান এবং সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতেখার হোসেন চৌধুরী জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
সোমবার আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলাটি উদ্দেশ্যেমূলক। এটি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে দায়ের করা হয়েছে। বিলম্বিত এজাহারের মামলা সন্দেহের সৃষ্টি করে। এর গ্রাউন্ডও অসত্য।’
এর আগে গতবছরের ৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সজেকা ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৬ কর্মকর্তাকে আসামি করা হয়।