Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার


১৩ জানুয়ারি ২০২০ ১৪:৩৩

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) সকালে বার্মাস্ট্যান্ড কবরস্থানের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- শামীম ও মনির। শামীমের বাবা রবিউল আলম ও মনিরের বাবা আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার চওরা খোলা এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। উভয়ের বাবাই অটোরিক্সা চালক বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, স্থানীয়রা লাশ দু’টি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে। তবে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গোসল করার সময় পানিতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

দুই শিশুর লাশ পুকুরে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর