Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি প্রার্থী নির্বাচনি আচরণবিধি মানছে না, অভিযোগ আতিকুলের


১৩ জানুয়ারি ২০২০ ১৪:০৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৪:৫২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমরা নির্বাচনি আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছি কিন্তু বিএনপি প্রার্থী নির্বাচনি আচরণবিধি মানছেন না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিশ্বাস করি যার যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে নির্বাচনি প্রচারণা চালানোর সময় বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা কোনোদিন কাউকে বাধা দেইনি, তারা মিথ্যা কথা বলছে। একটু আগে আমি আসার সময় দেখলাম বিএনপির একটি মিছিল গান বাজাতে বাজাতে যাচ্ছে। আমি চাইলে তাদের দাঁড় করাতে পারতাম কিন্তু আমি স্বাগত জানিয়েছি। গান বাজিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করে নিয়ে এসেছি। সুতরাং তারা হয়তো নিজেরা বিশৃঙ্খলা করে একটি দোষ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।’

ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশে উন্নয়নের মার্কা একটা আর তা হলো নৌকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

মাদকমুক্ত ঢাকা গড়ে তোলার আশাবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা মাদকমুক্ত ঢাকা গড়তে চাই। যদি নির্বাচিত হই তবে অবশ্যই ঢাকাকে জলজট, যানজট, মাদকমুক্ত করবো।’

একটি উপ-নির্বাচনের মাধ্যমে নয় মাসের জন্য দায়িত্ব পেয়েছিলাম উল্লেখ করে মেয়রপ্রার্থী বলেন, ‘এবার একটি পূর্ণাঙ্গ নির্বাচন হচ্ছে। দায়িত্বকালে যে সময় পেয়েছি, সেই সময়ের মধ্যে অবশ্যই ঢাকাকে যেভাবে সাজানোর কথা সেভাবে সাজাতে পারিনি। কিন্তু কিভাবে ঢাকা সাজবে, কিভাবে জলজট-যানজট দূর হবে, কিভাবে আমরা মানবিক ঢাকা গড়তে পারবো, কিভাবে মশা নিয়ন্ত্রণে আসবে, নারী ও শিশুবান্ধব ঢাকা কীভাবে করা যায় সেই পরিকল্পনা করে ফেলেছি।’

বিজ্ঞাপন

খেলার মাঠ দখলমুক্ত করা হবে জানিয়ে আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, ‘মাঠ কারও নিজস্ব না, মাঠ আমাদের সবার জন্য হবে। আমাদের দরকার ভবিষ্যৎ প্রজন্মকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে আসার। যেখানে যত মাঠ আছে, তা দখলমুক্ত করবো।’ এসময় তিনি নগরপিতা না, নগরসেবক হয়ে থাকতে চান বলেও জানান।

এর আগে, খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। ‘উন্নয়নের মার্কা নৌকা, নৌকা’, ‘৩০ জানুয়ারি শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে হয়ে গণসংযোগ এলাকা। সেখান থেকে মাটির মসজিদের সামনে থেকে আবুল হোটেল, রামপুরা, বাড্ডা এলাকার আলাতুন্নেসা মাদরাসা হয়ে মধ্যবাড্ডাসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা চালাবেন আতিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আতিকুল ইসলাম টপ নিউজ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনি আচরণবিধি বিএনপি প্রার্থী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর