নরসিংদীতে ৩য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার
১২ জানুয়ারি ২০২০ ২৩:৫৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০০:১৭
নরসিংদী: নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের রাজাদী গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজাদী গ্রামে একটি কলা ক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীর স্বজনরা জানান, সন্ধ্যায় পাশের চর্ণগরদী বাজার থেকে পিঠা কিনে বাড়ি ফেরার পথে বাজারের এক কলা ব্যবসায়ী ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে কলা ক্ষেতে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে তাকে। এসময় ওই শিক্ষার্থী আর্তচিৎকার করলে ধর্ষণকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবীর জানান, প্রাথমিক অবস্থায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।