Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে ৮ জেএসএস নেতা কারাগারে


১২ জানুয়ারি ২০২০ ২২:১৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ২২:৪৫

বান্দরবান: বান্দরবানে চাঁদাবা‌জির মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহ‌তি সমিতির (জেএসএস) আট নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই আট নেতা উচ্চ আদালতের আদেশে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। চার্জশিট দাখিলের পর তারা আদালতে হাজিরা দিয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে ব‌ান্দরবান চিফ জু‌ডিশিসিয়াল ম্যা‌জিস্ট্রেট কামরুন নাহার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

আট নেতা হলেন— জেএসএস কেন্দ্রীয় ক‌মি‌টির সহসাংগঠ‌নিক সম্পাদক কে এস মং, কেন্দ্রীয় ক‌মি‌টির শিক্ষা ও সাংস্কৃ‌তিক বিষয়ক সাধারণ সম্পাদক জ‌লিমং মার্মা, কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য সাধু রাম ত্রিপুরা মিল্টন, বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ক্যবামং, জেলার সহসভাপ‌তি অং থোয়াই চিং মার্মা, জেলার সাংগঠ‌নিক সম্পাদক সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, বান্দরবান সদর উপজেলা ভূ‌মি ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক মংপ্রু হেডম্যান এবং জেএসএস সদস্য চাহ্লা অং মার্মা।

বান্দরবান চিফ জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট আদালতের পুলিশ প‌রিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, ২০১৬ সালে মংসানু মার্মা ও আবদুল ক‌রিম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছিলেন। মামলা দু’টিতে তারা উচ্চ আদালত থেকে চার্জশিট দাখিলের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে মুক্ত ছিলেন। রোববার এই মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মনিরুল জানান, চার্জশিট দাখিলের পর আসামিরা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

চাঁদাবাজির মামলা জামিন আবেদন নামঞ্জুর জেএসএস জেএসএস নেতা কারাগারে