Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমেলায় দাম ‘বেশি’ ব্লেজারের, বিক্রিও ‘ভালো’


১২ জানুয়ারি ২০২০ ২২:৩৮

ঢাকা: বাণিজ্যমেলায় শীতবস্ত্র হিসেবে ব্যবহৃত ব্লেজারের মূল্য সবসময় কম থাকলে এবার ব্যতিক্রম দেখা গেছে। মেলায় প্রাপ্ত বয়স্কদের জন্য ১ হাজার ৭০০ টাকার নিচে ব্লেজার মিলছে না। শিশুদের ব্লেজারের দামও ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। তবে দাম ‘চড়া’ হলেও ব্লেজারের বিক্রি বেশ ‘ভালো’ বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলমান বাণিজ্যমেলায় ব্লেজারের বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

মেলার মূল ফটক দিয়ে মেলায় প্রবেশের পর হাতের বামে একাধিক ব্লেজারের দোকান চোখে পড়বে। মূল ফটক দিয়ে সোজা সামনের দিকের একেবারে শেষ প্রান্তের লাইনের স্টলগুলোতেও ব্লেজারের ছড়াছড়ি। শুধু এ দু’টি লাইনেই নয়, পুরো মেলা জুড়েই চোখে পড়বে এই শীতবস্ত্রের স্টল। আর সবগুলো স্টলই কোনো না কোনো ছাড়ের চমক দেখাচ্ছে। তবে সব স্টলেই ব্লেজারের দাম প্রায় একই।

বাণিজ্যমেলার ২৭নং স্টলটি আশিক ফ্যাশনের। সেখানে সর্বনিম্ন ১ হাজার ৭০০ টাকায় ব্লেজার মিলছে। এখানে শিশুদের ব্লেজারের দাম ১ হাজার ৪০০ টাকা আর মোদি কোট মিলছে ১ হাজার ২০০ টাকা। স্টলের ম্যানেজার মো. আজমীর হোসাইন সারাবাংলাকে বলেন, ‘এখনো ব্লেজারের বিক্রি তেমন করে শুরু হয়নি।’

ড্রেস লাইন বাংলাদেশের স্টলে ব্লেজারের দাম ১ হাজার ৮০০ টাকা, শিশুদের ব্লেজার ১ হাজার ৪০০ টাকা আর কোটি ১ হাজার ২০০ টাকা। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী ইমরান বলেন, ‘আমাদের ব্লেজার রেমন্ড, উলেন টাচ ও মার্চেলাইন কটনের মতো ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে। বিক্রিও ভালো হচ্ছে।’

বিজ্ঞাপন

‘সেভিল রো’ নামের আরেকটি স্টল তাদের ব্লেজারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। ৪ হাজার ৩০০ টাকার ব্লেজার বর্তমানে বিক্রি করছে ২ হাজার ২৫০ টাকায়। ৩ হাজার ৬০০ টাকার ব্লেজার বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়। ৮ হাজার ৫০০ টাকার ব্লেজার বিক্রি করছে ৪৫০০ টাকায়। তবে এই স্টলটি ৫০ শতাংশের অফার দিলেও ব্লেজারের দাম প্রায় অন্য স্টলের মতোই। দোকানে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। বিক্রয়কর্মী নাহিদুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘বেচাকেনা ভালোই চলছে।’

ব্লেজারের বিক্রি বিষয়ে আশিক ফ্যাশনের ম্যানেজার মো. শাহ আলম রতন বলেন, ‘বেচাকেনা তেমনভানে এখনও শুরু হয়নি। মেলা দুই-তিন দিন বিন্ধ ছিল। শনিবার একটু বেচাকেনা হয়েছে। সামনে হয়তো আরও বাড়বে, আমরা আশাবাদী।’

দেশ কালেকশন নামের একটি স্টল (৩৫/এ) ১৭০০ টাকায় ব্লেজার বিক্রি হচ্ছে। দাম বেশি থাকা প্রসঙ্গে জানতে চাইলে বিক্রয়কর্মী মো. ইব্রাহিম হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘বেচাকেনা আগের চেয়ে একটু কম। গতকাল কিছুটা বিক্রি হয়েছিল, স্টক ভালো আছে। এখনও স্টল ভাড়া উঠেনি, স্টল ভাড়া ওঠার পর ব্লেজারের দাম আস্তে আস্তে কমে যাবে।’

ব্লেজার কিনতে আসা উত্তরার বাসিন্দা জোনায়েদ রনি সারাবাংলাকে বলেন, ‘অন্যবার হাজার টাকার মধ্যেও ব্লেজার পাওয়া যায়। এবার এখনো ১৭০০ থেকে ২০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। যেহেতু শেষ দিকে দাম কমবে তাই ব্লেজার কেনার জন্যে আরও অপেক্ষা করবো।’

আরেক ক্রেতা ফরিদ উদ্দিন ২ হাজার টাকায় ব্লেজার কিনেছেন। তবে এইসময়ে অন্যবার আরও দাম কম থাকে বলেও জানান তিনি।

বাণিজ্যমেলা ব্লেজারের মূল্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর