Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর চিরকুটে বোমা আতঙ্ক, ভারতে বিমানের জরুরি অবতরণ


১২ জানুয়ারি ২০২০ ২১:২১

কলকাতা থেকে ছেড়ে যাওয়া মুম্বাইগামী এয়ার এশিয়ার একটি প্লেন বোমা আতঙ্কে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

এই বিমানেরই এক নারী যাত্রী দাবি করেন, তার শরীরে বোমা বাঁধা আছে। যা তিনি যেকোনো সময় বিস্ফোরণ ঘটাবেন। তবে জরুরি অবতরণের পর তার শরীরে কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নারী সল্ট লেকের বাসিন্দা। তিনি একটি গণমাধ্যমে কাজ করেন বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, এয়ার এশিয়া ফ্লাইট ১৫৩১৬ আকাশে থাকা অবস্থায় এক নারী যাত্রী একটি নোট লিখে কেবিন ক্রুকে দেন পাইলটকে দেওয়ার জন্য। সেখানে লেখা ছিল, তার শরীরে একটি বোমা বাঁধা আছে। যেকোনো সময় তিনি সেটির বিস্ফোরণ ঘটাবেন।

পাইলট এ বিষয়টি এয়ার ট্রাফিক কনট্রোলারকে (এটিসি) জানান। এরপর নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ জরুরি অবস্থা জারি করা হয়। অবতরণের পর বিমানটি ও ওই নারীকে  নিরাপত্তারক্ষীরা তল্লাশি করেন। তবে কোনো বোমার খোঁজ মেলেনি।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানান, কেন ওই নারী কলকাতায় বিমানটি ফিরিয়ে আনতে চেয়েছিলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এয়ার এশিয়া কলকাতা বিমানের জরুরি অবতরণ বোমা আতঙ্ক ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর