Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নগদে’র দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল


১২ জানুয়ারি ২০২০ ২১:০৮

ঢাকা: বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। রোববার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।

এর আগে, শনিবার (১১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিদিন নগদের ১০০ কোটি টাকা লেনদেনের তথ্যটি প্রকাশ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে, ১০ জানুয়ারি ২০২০, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের নগদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে।’

বিজ্ঞাপন

বাাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’ এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪.৫০ টাকা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে এই সেবা।

ডিজিটাল লেনদেন নগদ বাংলাদেশ ডাক বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর