Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু বই কিনলেই হবে না, পড়তে হবে: প্রধান বিচারপতি


১২ জানুয়ারি ২০২০ ২০:৪৭

ঢাকা: বই শুধু কিনলেই হবে না, বই পড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ১৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আগামী ১০ বছর পরে আমরা এখন যে ধরনের বই ব্যবহার করি, সে ধরনের বই হয়তো থাকবে না। সব হয়ে যাবে ডিজিটাল বুক। তখন হয়তো একেকটা স্টলে একেকটা কম্পিউটার থাকবে। তখন বিক্রেতা বলবে আপনি কোন সফটওয়্যার কিনতে চান।’

বিজ্ঞাপন

বই না পড়ে আইনজীবী হওয়া যাবে না উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘সুতরাং বই হলো আইনজীবীদের বাইবেল। বই সবসময় তার পাশে থাকতে হবে। যেখানে যাবেন বইটা সাথে রাখবেন। আমি আশা করি সবাই বই কিনবেন, কিনলেই হবে না পড়তে হবে। বই পড়ে, বুঝে তারপর কোর্টে প্লেস করতে হবে।’

ডিজিটাল বই বিচার বিভাগকে আরও সমৃদ্ধ করবে এবং ডিজিটালাইজেশন যদি হয়, জুডিশিয়ারির কাজ অনেক কমে যাবে বলেও মনে করেন তিনি।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সুপারেন্টেন্ডেন্ট নিমেশ চন্দ্র জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বই মেলা। এবারের মেলায় ৫২টি স্টল বসেছে। পক্ষকালব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি বইমেলা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর