মার্কিন সেনারা আড়াই ঘণ্টা আগেই আশ্রয় নেন বাংকারে
১২ জানুয়ারি ২০২০ ২০:০৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ২০:২৭
ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরান মিসাইল হামলা চালাবে তা আগেই জানতে পেরেছিল সেনারা। তাই হামলা চালানোর প্রায় আড়াই ঘণ্টা আগেই তারা নিরাপদ আশ্রয়ে চলে যায় বাংকারে। এজন্যই হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে, অধিকাংশ সেনারাই হয়ত হেলিকপ্টারে করে নিরাপদে চলে গিয়েছিল নয়ত বাংকারে আশ্রয় নিয়েছিল। আড়াই ঘণ্টা পর আল-আসাদ ঘাঁটিতে ১ টা ৩০ মিনিটে আঘাত হানতে থাকে ইরানের মিসাইলগুলো। দুই ঘণ্ট ধরে থেমে থেমে চলে মিসাইল আক্রমণ।
সেখানে অবস্থানরত সেনারা জানান, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এটা অলৌকিক। বাংকারের কয়েক মিটার দূরেও মিসাইল পড়েছে। কিছু কিছু সেনা দায়িত্বের খাতিরেই বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছিলেন।
এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আদল আবদুল মাহদি বলেছিলেন, ইরান তাদের আনুষ্ঠানিক বার্তায় জানায় মার্কিন স্থাপনায় ‘হামলা চালানো হবে’। যদিও হামলার লক্ষ্যবস্তু নিশ্চিত করা হয়নি।
তবে একজন আরব কূটনৈতিক বলেন, হামলার লক্ষ্যবস্তু সম্পর্কেও ইরাকের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছিল।
ভোরে বাংকার থেকে বের হয়ে মার্কিন সেনারা ধ্বংসযজ্ঞ লক্ষ্য করেন।