চট্টগ্রামের মহাসড়কে এবার গেল পোশাককর্মীর প্রাণ
১২ জানুয়ারি ২০২০ ১৮:২০
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের চাপায় এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুইদিনে চট্টগ্রামে দুটি মহাসড়েকে পাঁচজনের প্রাণ গেল।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত তসলিম উদ্দিন (৩৮) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় রয়েল টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘বাঁশবাড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি নোহা মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির কয়েকজন সহকর্মী হাসপাতালে এসেছিলেন। উনারা জানিয়েছেন- অফিসের কাজে বাঁশবাড়িয়া গিয়েছিলেন তসলিম।’
এর আগে সড়ক দুর্ঘটনায় শনিবার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে এক পুলিশ কনস্টেবলসহ দুজন এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই কিশোরের মৃত্যু হয়।