ছিনতাইয়ের সময় ৯৯৯ নম্বরে ফোন, গোয়েন্দাবেশী ছিনতাইকারী গ্রেফতার
১২ জানুয়ারি ২০২০ ১৬:৩২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৭:৫৪
চট্টগ্রাম ব্যুরো: পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাইয়ের সময় একজনকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাতে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার বোরহান উদ্দিন রব্বানী (২২) কক্সবাজার সদর উপজেলার গোমাতলী গ্রামের মনির আহম্মেদের ছেলে।
ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘মঞ্জুর নামে একজন বাবুর্চি রাতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটের সামনে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় বোরহান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মোবাইল ফোন নিয়ে নেয়। মঞ্জুর চিৎকার দিলে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে বোরহানকে আটক করি।’
বোরহানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।