Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত


১২ জানুয়ারি ২০২০ ১৪:৩০

ঢাকা: শেষ হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২০। রোববার (১২ জানুয়ারি) কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রির্সোটে তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামী ব্যাংক সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তির মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে অগ্রণী ভূামকা পালন করছে। গত বছরের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি। পাশাপাশি ২০২০ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতা বিস্তৃত করার প্রতি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন।

অনুষ্ঠানে অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, পরিচালক মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মো. সালেহ জহুর ও মো. নাছির উদ্দিন এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, উপ ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান এবং ৩৫৭টি শাখার ব্যবস্থাপক সম্মেলনে অংশ নেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইসলামী ব্যাংক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর