সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি র্যাগিং কমিটি গঠনের নির্দেশ
১২ জানুয়ারি ২০২০ ১৩:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৫:০২
ঢাকা: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে র্যাগিং বন্ধে অ্যান্টি র্যাগিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১২ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশ।
এ আদেশ বাস্তবায়ন করে তিনমাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া র্যাগিং থেকে শিক্ষার্থীদের রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গত বুধবার হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। এর আগে তিনি বিবাদীদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন।