Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত ভবিষ্যৎ আলোচনার অবসান চান হ্যারি-মেগান


১২ জানুয়ারি ২০২০ ০১:০৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ০৩:১৮

প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান চাইছেন তাদের ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনার যেনো দ্রুত অবসান হয়। তাদের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা প্রেস অ্যাসোসিয়েশন। শনিবার (১১ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে বিবিসি।

এদিকে, রানির নির্দেশে তাদের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্য ও কানাডার সরকারি কর্মকর্তা পর্যায়ের বৈঠকে পরিস্থিতির ‘উল্লেখযোগ্য উন্নয়ন’ হয়েছে বলে সূত্রগুলোর বরাতে জানিয়েছে বিবিসি। এই আলোচনার মধ্যেই মেগান তার শিশুপুত্র আর্চিকে দেখতে কানাডায় পাড়ি জমিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, ছয় সপ্তাহের ছুটি থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এই রাজকীয় জুটি ঘোষণা করেছিলেন, তারা রাজ দায়িত্ব পালন করতে অপারগ। বরং জীবনকে আরও উপভোগ্য করে তুলতে তারা যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াবেন।

https://www.instagram.com/p/B7EaGS_Jpb9/?utm_source=ig_web_copy_link

বিবিসির রয়্যাল করেসপন্ডেন্ট জনি ডিমন্ড জানিয়েছেন, রাজ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জনসম্মুখে জানাবার আগে রাজ পরিবারের কারও সাথে কোনো আলোচনাই করেননি হ্যারি-মেগান। এ বিষয় নিয়ে রানিসহ রাজ পরিবারের অনেকেই মনোক্ষুণ্ণ হয়েছেন।

হ্যারি-মেগান তাদের ঘোষণায় বলেছিলেন, অর্থনৈতিক স্বাধীনতার কথা ভেবে দীর্ঘদিন নিজেদের মধ্যে আলোচনা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

সাবেক রাজকীয় প্রেস সচিব ডিকি আর্বিটার জানিয়েছেন, রাজ পরিবার থেকে ৩০ বছর আগেও একজন ডিউক এবং ডাচ এরকম ‘অর্ধেক আছি, অর্ধেক নাই’ সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কিন্তু শেষমেষ লাভ হয়নি।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, হ্যারি-মেগানের এই সিদ্ধান্ত দুঃখজনক।

বিজ্ঞাপন

হ্যারি-মেগানের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে অনেক সাধারণ নাগরিক মন্তব্য করেছেন, তারা রাজ কার্যে অংশ না নিতে চাইলে রাজ অনুগ্রহ এবং রাজ নিরাপত্তাও প্রত্যাখান করুক। দুই নৌকায় পা দিয়ে তো আর চলা যায় না।

প্রিন্স হ্যারি মেগান মারকেল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর