Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এদেশ বঙ্গবন্ধুর দেওয়া জয় বাংলার, জিন্দাবাদের নয়’


১১ জানুয়ারি ২০২০ ২২:৩১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ২২:৩৩

ঢাকা: এই দেশে জিন্দাবাদের অস্তিত্ব কখনই ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, এদেশ বঙ্গবন্ধুর দেওয়া জয় বাংলার দেশ, জিন্দাবাদের নয়।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আইডিয়াল কলেজের সুবর্ণজয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তে কেনা আমাদের এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমৃত্যু দেশের জন্য কাজ করে গেছেন। তারই দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের মানুষের স্বপ্নপূরণের সারথি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা আমরা নিজ চোখে দেখেছি। এটা আমাদের ভাগ্য যে, আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকীর ক্ষণগণনা স্বচক্ষে দেখতে পেরেছি।’

জাতির পিতার ঋণ কোনো দিন শোধ হবে না উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর ইতিহাস জানব। তারই দেখানো পথে, তার দর্শন অনুসরণ করে জীবন গড়ব। আমাদের বাতিঘর শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বিএনপি-জামাতমুক্ত বাংলাদেশ গড়ব।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমরাই বাংলাদেশ তথা বিশ্বকে সামনে থেকে নেতৃত্ব দেবে। এ জন্য জয় বাংলার চেতনায় নিজেকে গড়তে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। আগে নিজেকে গড়তে হবে তারপর বিশ্বকে নেতৃত্ব দিতে হবে।’

এর আগে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্বরণিকা ‘তরী’র মোড়ক উন্মোচন করেন।

বিজ্ঞাপন

কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ, উপাধ্যক্ষ মজিবুর রহমান, তৌফিক আজিজ চৌধুরী, দুদকের পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু, কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহসান, কনাসহ দেশের খ্যাতনামা শিল্লীরা।

জয় বাংলা জিন্দাবাদ বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর