আতিকের প্রতিশ্রুতি মানবিক ঢাকা, তাবিথ চান আধুনিক শহর
১১ জানুয়ারি ২০২০ ১৯:২৪
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম মানবিক ও নিরাপদ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ঢাকাকে বাঁচাতে আমাদের সব পরিকল্পনা নিতে হবে। রাজধানীকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভিন্ন দুই জায়গায় গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় এই প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা জানান দুই প্রার্থী। এদিন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম রাজধানীর মিরপুরের মাজার রোডের শাহ আলী মাজার থেকে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন। আর উত্তরখানের ৫০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।
মিরপুরে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার ওয়ার্ডভিত্তিক সব সমস্যার সমাধান করব। ঢাকাকে গড়ে তোলা হবে মানবিক ও নিরাপদ ঢাকা হিসেবে।’
সকল ভোটারকে ভোট দেওয়ার আহবান জানিয়ে আতিকুল বলেন, ‘আওয়ামী লীগের জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে এই নগর ও নগরবাসীর জন্যেও এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশব্যাপী যে উন্নয়ন করেছে তা আপনারা সবাই জানেন। এই শহরেরও অনেক উন্নয়ন হয়েছে। নগরকে আলোকিত করতে আমি প্রায় ৪৪ হাজার এলইডি বাতি স্থাপনের কাজ শুরু করেছিলাম। আরও অনেক উন্নয়নমূলক কাজ আমি শুরু করেছিলাম। এসব কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে ভোট দিন। আমি এখন আর ব্যক্তি আতিক নই। এখন আমি আওয়ামী লীগের আতিক।’
তিনি আরও বলেন, ‘একটি জনবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি নয় মাস কাজ করেছি, সামনেও করতে চাই। ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যানজট, জলজট এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার আমার অভিজ্ঞতা আছে। আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। ঢাকাকে গড়ে তোলা হবে একটি নারীবান্ধব শহর হিসেবে।’
নির্বাচিত হলে মেয়র থেকে কাউন্সিলর সবারই জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান আতিক। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘ঢাকাকে বাঁচাতে আমাদের সব পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়তে তুলতে হবে। নগরবাসী ট্যাক্স দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এই নগরীর ভোটাররা দুর্নীতি, অপশাসন ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নিয়ে করব।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিজয় নিশ্চিত করে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’ এ জন্য সবধরনের ভয়ভীতি দূর করে ৩০ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তাবিথ।
তাবিথ আউয়াল বলেন, ‘সরকারের মুখে উন্নয়নের বুলি থাকলেও বাস্তবে কোনো উন্নয়নই হচ্ছে না। সারাদেশে চলছে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট আর অপশাসন। তাই খালেদা জিয়ার মার্কা ধানের শীষকে বিজয় করে সরকারের সকল অপকর্মের জবাব দেবেন ভোটাররা।’
ভোটারদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, ‘জনগণ অপেক্ষায় আছে। ৩০ ডিসেম্বর যে ভোট তারা দিতে পারেনি, আগামী ৩০ জানুয়ারি ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে তারা মতামত ও জবাব দেবেন।’ এ সময় তিনি ভোটারদের মানসিক ও শারীরিকভাবে শক্ত থেকে ঐক্য বজার রাখার আহ্বান জানান।
এর আগে বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী সকাল সাড়ে ৯টায় উত্তরার জয়নাল মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি আজমপুর কাঁচাবাজার এলাকা, চৈতি গার্মেন্টস এলাকা, উত্তরখানের দেওয়ানবাড়ি, চৈতি গার্মেন্টস এলাকা, মাজার রোড এবং ৪৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন।
তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের ঢাকা উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, উত্তরা থানার সভাপতি সালাম সরকারসহ অন্যান্যরা।