Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার মুখে অক্ষয়


১১ জানুয়ারি ২০২০ ১৯:১৫

একটি ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে মারাঠিদের অনুভূতিতে আঘাত করেছেন- এমন অভিযোগ উঠেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে। আর বিষয়টি এখন গড়াতে যাচ্ছে আদালত পর্যন্ত।

কট্টর মারাঠি সংগঠন ‘সাম্বাজি বিগ্রেড’ ইতিমধ্যে মহারাষ্ট্রের নান্দেদ জেলা এবং শহরের পুলিশ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছে। অভিযোগ পত্রে অক্ষয় কুমারের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আলোচিত বিজ্ঞাপনটিতে অক্ষয় কুমারকে মারাঠি রাজার চরিত্রে দেখা যায়। দেখা যায়, মারাঠি রাজা যুদ্ধ জয় করে রাজ্যে ফিরছেন, কিন্তু যুদ্ধক্লান্ত অথচ বিজয়ী রাজার নোংরা কাপড়ের জন্য তাকে সতর্ক করা হচ্ছে। এরপরই দেখা যায় রাজার সঙ্গে থাকা সৈন্যসামন্তরা নেচে নেচে ওয়াশিং পাউডার দিয়ে তাদের কাপড় ধোয়া শুরু করেন।

জানা যায়, নির্মা ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে এমনটা করেছেন অক্ষয় কুমার। বিজ্ঞাপনটি প্রচার হতেই তীব্র সমালোচনা শুরু হয় মারাঠিদের তরফ থেকে। ভারতে ‘বয়কটনির্মা’ হ্যাশট্যাগ টুইটার ট্রেন্ডিংয়েও আছে উপরের দিকে।

অক্ষয় কুমার বলিউড বিজ্ঞাপন মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর