Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


১১ জানুয়ারি ২০২০ ১৮:০৭

ঢাকা: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) গুলশানের রেনেসাঁ হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল, ২০১৯ অর্থবছর শেষে ব্যাংকের সার্বিক বৃদ্ধি ও উন্নয়নে শাখা পরিচালক ও জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাফল্যের এই প্রবণতা ২০২০ সালের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরও সমৃদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১১৫টি শাখার পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ২০২০ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের উপর গুরুত্বারোপ করেন।

২০২০ সালে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় এগিয়ে নিতে, বর্তমান মুদ্রাবাজার, অর্থনৈতিক পরিস্থিতি এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে দক্ষ লোকবল নিয়োগ, পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পণ্যের প্রচলন আবশ্যিক বলে মত দেন ব্যাংকের উপদেষ্টা, এমডি এবং সিইও সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পরিচালক আব্দুস সালাম মুর্শেদী, পরিচালক এবং চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি) মুহাম্মাদ ইমরান ইকবাল, পরিচালক জামাল জি আহমেদ, স্বতন্ত্র পরিচালক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী এবং এমডি এম রিয়াজুল করিমসহ অন্যরা।

বিজ্ঞাপন

প্রিমিয়ার ব্যাংক বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর