প্রতিমন্ত্রীর নয়াদিল্লি সফরও বাতিল, যা বলছে মন্ত্রণালয়
১১ জানুয়ারি ২০২০ ১৭:৫১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৮:১৪
ঢাকা: নীতি নির্ধারণী বিষয়ক ভারতের প্রভাবশালী স্বাধীন সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) আমন্ত্রণে রাইসিনা সংলাপে অংশ নিতে পারছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, একই সময়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যেতে হচ্ছে প্রতিমন্ত্রীকে, যে কারণে নয়াদিল্লি সফর বাতিলের বিষয়টি চিঠি দিয়ে ওআরএফ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়।
তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘বিতর্কিত’ এনআরসি (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি) বিল পাসকে কেন্দ্র করে দেশটির আসামসহ উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে বিক্ষোভ এবং অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নয়াদিল্লি সফর বাতিল করেছেন। একই কারণে বাংলাদেশের আরও দুইজন মন্ত্রী (পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র) ভারত সফর বাতিল করেছিলেন বলেও মন্তব্য তাদের। ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে টান পড়েছে বলেও উল্লেখ করছে সংবাদমাধ্যমগুলো।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নয়াদিল্লি সফর বাতিল নিয়ে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওআরএফ আয়োজিত নয়াদিল্লিতে রাইসিনা সংলাপে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অংশ নেওয়াকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমে ভুল প্রতিবেদন প্রকাশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃত তথ্য হচ্ছে, প্রতিমন্ত্রীকে রাইসিনা সংলাপে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু একই সময়ে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এবং প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। যে কারণে প্রতিমন্ত্রী রাইসিনা সংলাপে অংশ নিতে পারছেন না।
বিষয়টি এরই মধ্যে ওআরএফ’কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বাতিল হওয়া সফরে কোনো দ্বিপক্ষীয় বিষয় ছিল না। এই সফর বাতিলের সঙ্গে অন্য কোনো ইস্যুর সংযোগ নেই, বলে দাবি করছে মন্ত্রণালয়।
এরপরও ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ঢাকার আস্থা ফেরাতে বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই টেলিফোন বার্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন্ন ১৭ মার্চ জন্ম-শতবার্ষিকী অনুষ্ঠানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতেও ঢাকার বরফ গলছে না।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার লিখেছে, ‘২০০৯ সালে ভোটে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন তিক্ততা দেখা যায়নি। তিস্তা ও নানা বিষয়ে মতান্তর হয়েছে। কিন্তু উপর্যুপরি কয়েক সপ্তাহের মধ্যে চার চার বার বাংলাদেশের মন্ত্রী এবং কর্তার ভারত সফর বাতিলের ঘটনা ঘটেনি। অন্য দিকে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি সাউথ ব্লক।
সূত্রের খবর, ভারতের তরফ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে শাহরিয়ার না আসুন, রাইসিনা আলোচনায় বাংলাদেশের আসন যাতে শূন্য না থাকে তা নিশ্চিত করা।
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা ডায়ালগে অংশ নেওয়ার কথা ছিলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের। কিন্তু একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে সঙ্গী হওয়ার কারণে এই সংলাপে অংশ নিচ্ছেন না প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজকদের বিষয়টি জানানো হয়েছে।