Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকে তল্লাশিতে মিললো ১৩ হাজার ইয়াবা, চালক-সহকারী গ্রেফতার


১১ জানুয়ারি ২০২০ ১৭:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে ১৩ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ইয়াবা বহন করার অপরাধে ট্রাকটির চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে ওই এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ট্রাকটি কক্সবাজারের টেকনাফ থেকে আসছিল।

এরা হলেন— ট্রাকের চালক রফিকুল আলম (৪৩) ও সহকারী খোরশেদ আলম (৩৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ট্রাকটিতে তল্লাশি করি। গ্রেফতার দু’জনের শরীরে এবং চালকের আসনের নিচে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া গেছে। মামলা দায়ের করে দু’জনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।’

তল্লাশির পর ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর