Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান পুকুরে, চালকের মৃত্যু


১১ জানুয়ারি ২০২০ ১৭:১৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মামুন (৩২) নামে পিকআপ ভ্যান চালক মারা গেছেন। এতে আহত হয়েছে আরও তিনজন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার যাদৈয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মামুনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে। তার বাবার নাম নূরনবী। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

এরা হলেন— নিজাম ও রিয়াজ। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রড-সিমেন্ট বোঝাই পিকআপ ভ্যানটি নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। একটি ট্রাক ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল হেসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্রাকের ধাক্কা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর