Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু


১১ জানুয়ারি ২০২০ ১৬:২৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৬:৩৭

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় এসে আরও ৪ মুসল্লি মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়ালো।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এরা হলেন— কুমিল্লার দেবিদ্বার উপজেলার ডিমলা গ্রামের তমিজ উদ্দিন (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তোল্লা গ্রামের শাহ জাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিজপুর গ্রামের আলী আজগর (৭০) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ইউসুফ মেম্বার (৪৫)।

এর আগে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার বনকির গ্রামের আ. রাজ্জাক (৫০) হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। আরও মারা গেছেন চট্টগ্রামের মোহাম্মদ আলী (৭০), সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০), গোপালগঞ্জের কোটালীপাড়ার ইয়াকুব সিকদার (৮০) ও খোকা মিয়া (৬০)।

বিশ্ব ইজতেমা মুসল্লির মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর