নারী শ্রমিককে বাসে ধর্ষণের পর হত্যা, চালক আটক
১১ জানুয়ারি ২০২০ ১৫:৩০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৫:৫৫
ধামরাই: ধামরাইয়ে রাস্তার পাশ থেকে মমতাজ নামে এক নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে কাঠালিয়া থেকে মৃতদেহটি উদ্ধার হরা হয়। নিহত মমতাজ ডাউটিয়া এলাকার প্রতিক সিরামিক লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় সোহেল নামে এক বাস চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, শুক্রবার ভোরে কাজে যোগ দেওয়ার উদ্দেশে মমতাজ কারখানার শ্রমিকবাহী বাসে ওঠেন। তিনিই সবার আগে ওঠেন। অন্য কোনো শ্রমিক ওঠার আগেই চালক সোহেল বাসটি চালিয়ে কিছুদূর নিয়ে যায় ও মমতাজকে ধর্ষণ করে। এসময় মমতাজ চিৎকার করলে তার শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ সড়কের পাশে ফেলে অন্য স্টপেজ থেকে বাকি শ্রমিকদের তুলে কারখানায় নিয়ে যায় সোহেল।
এদিকে রাত পর্যন্ত মমতাজের খোঁজ না পেয়ে স্বজনরা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে কাঁঠালিয়া এলাকায় সড়কের পাশ থেকে মমতাজের মৃতদেহ উদ্ধার করে ও বাস চালক সোহেলকে আটক করে।