রাজধানীতে সাড়ে ৯ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ
১১ জানুয়ারি ২০২০ ১১:৫৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৩:১২
ঢাকা: রাজধানীতে আজ প্রায় সাড়ে ৯ লাখ শিশুকে এ প্লাস ক্যাপসুল ভিটামিন খাওয়ানো হবে।
শনিবার (১১ জানুয়ারী) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় উদ্বোধন করা হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
ডিএসসিসি এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৭০৪ হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে একসঙ্গে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএনসিসি এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯০ হাজার ৬২৬ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে এক যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মোট স্বেচ্ছাসেবী কাজ করছেন ২ হাজার ৯৯৮ জন।