Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য খুন, প্রতিবাদে ২ দিনের কর্মসূচি


১১ জানুয়ারি ২০২০ ১৩:৪৫

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য পরেশ ত্রিপুরার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল সন্ত্রাসী মোটর সাইকেল যোগে মরাটিলায় গিয়ে গুলি করে পরেশ ত্রিপুরাকে হত্যা করে। পরেশ গত ৮ বছর ধরে ইউপিডিএফের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মরাটিলা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে পরেশ হত্যার প্রতিবাদে রোববার (১২ জানুয়ারি) পানছড়ি বাজার বয়কট ও সোমবার (১৩ জানুয়ারি) অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

শনিবার (১১ জানুয়ারি) ইউপিডিএফের পানছড়ি থানা ইউনিটের সংগঠক রূপায়ন চাকমা এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ‘ইউপিডিএফ সদস্য পরেশ ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল ১২ জানুয়ারি রবিবার পানছড়ি বাজার বয়কট ও পরদিন অর্থাৎ ১৩ জানুয়ারি সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযন্ত আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এবং ধর্মীয় পুরোহিত ও সংবাদকর্মীদের ব্যবহৃত গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।’

কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ইউপিডিএফ।

অবরোধ ইউপিডিএফ কর্মীকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর