বিনোদনের প্রথম ছুটি কাটিয়েই না ফেরার দেশে কনস্টেবল আলমগীর
১১ জানুয়ারি ২০২০ ১০:৪৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১২:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফৌজদারহাটে উল্টোদিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুলিশ কনস্টেবল মো. আলমগীর হোসেন (২৪) ও তার আত্মীয় শহীদুল ইসলাম (২৮)। পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো চিত্ত বিনোদনের জন্য নির্ধারিত ছুটি পেয়েছিলেন আলমগীর। সেই ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পথেই মারা গেলেন তিনি।
আলমগীর চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র প্রটোকল টিমের সদস্য ছিলেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পারুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। এছাড়া শহীদুল একই উপজেলার কংসনগর গ্রামের জাফর আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, শনিবার ভোরে কুমিল্লার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম যাচ্ছিলেন আলমগীর ও শহীদুল। পথে ফৌজদারহাট বাইপাস এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীই গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আলমগীরের একই ব্যাচের কনস্টেবল মো. সাগর সারাবাংলাকে বলেন, ‘২০১৬ সালে পুলিশ বিভাগে যোগ দেওয়ার পর আমাদের একসঙ্গে চট্টগ্রাম জেলায় পোস্টিং হয়। আমরা দুজনই ডিআইজি স্যারের প্রটোকল টিমে ছিলাম। আমাদের পুলিশ বিভাগে তিন বছর পর পর চিত্ত বিনোদনের ছুটি দেওয়া হয়। আলমগীর পুলিশে জয়েন করার পর প্রথম চিত্ত বিনোদন ছুটি কাটাতে গিয়েছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।’
এর গত ২৮ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস সড়কে দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তার দুই মেয়ে মারা যান । আহত হন তার স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে।
সারাবাংলা/আরডি/জেএমএম/এসএমএন