বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
১১ জানুয়ারি ২০২০ ০১:৪৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ০০:৫৪
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে গোপীবাগে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। সভায় মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ কর্মসূচির পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের কর্মকাণ্ডও পর্যালোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস, সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য সচিব আবদুস সালাম, সদস্য নিতাই রায় চৌধুরী, খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, কাজী আবুল বাশার, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন, আফরোজা আব্বাস, হেলেন জেরীন খান, নেওয়াজ হালিমা আরলী, শাম্মী আখতার, নিলুফা চৌধুরী মনি, আনোয়ার হোসেন, হাবিবুর রশীদ হাবিব, কাজী রফিক, সুলতান সালাহ উদ্দিন টুকু, ফরিদা ইয়াসমিন, মোরতাজুল করিম বাদরু, এস এম জিলানী, তানভীর আহমেদ, ইউনুস মৃধা, সেলিম রেজা হাবিব, অ্যাডভোকেট নাসির হায়দার প্রমুখ।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল