Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে শিক্ষা নিতে হবে: কৃষিমন্ত্রী


১১ জানুয়ারি ২০২০ ০০:১৭

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী জানতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর স্বনামধন্য আইডিয়াল কলেজ ধানমন্ডির ৫০ বছর পূর্তির অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে কলেজ ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠান উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হতে হবে আইডিয়াল ছাত্র। আইডিয়াল কলেজের যেকোন উন্নয়নমূলক কাজে তিনি সবসময় পাশে থাকবেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করার চেষ্টা করেছে জামায়াত-বিএনপি জোট সরকার। তাদের এ ষড়যন্ত্র এখনও থেমে নেই। তারেক রহমান লন্ডনে বসে জিয়াউর রহমানকে জাতির জনক বানানোর অপচেষ্টা করছে। এ বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন নেতাও আলোচনা করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে জনমত গড়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। যেন কোনো কুচক্রী মহল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে না পারে।

আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমান অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ, উপাধ্যক্ষ মুজিবুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজটির গভর্নিং বডির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, মিজবাহুর রহমান ভূঁইয়া রতন, মো. হোসেন হায়দার, জসীম উদ্দিন আহমেদ, আলম তাজ বেগম, ডা. লুৎফুন নেছা, মাহফুজুর রহমান, যতীন্দ্র লাল চাকমা, কাজী মোহাম্মদ মাসুম, মিসেস রওনক জাহান, তরুন কুমার গাঙ্গুলী।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইডিয়াল কলেজ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর