Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে মার্কিন হামলার প্রতিবাদ না করায় সরকারের সমালোচনা সিপিবির


১০ জানুয়ারি ২০২০ ২২:৪৯

চট্টগ্রাম ব্যুরো: ইরাকে হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলায়মানিসহ ৮ আসামরিক কর্মকর্তা হত্যার প্রতিবাদ না করায় বাংলাদেশ সরকারের সমালোচনা করেছে সিপিবি। দলটির চট্টগ্রামের নেতারা এক সমাবেশে বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে ইরাকে মার্কিন হামলার প্রতিবাদ করা উচিৎ ছিল। প্রতিবাদ না করে বাংলাদেশ সরকার তাদের নতজানু পররাষ্ট্র নীতির পরিচয় দিয়েছে।’

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা এই সমাবেশ করে।

বিজ্ঞাপন

সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ গোটা দুনিয়ায় যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘন করে মিথ্যা অভিযোগ এনে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত করছে। মধ্যপ্রাচ্যে তেল সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা প্রদানে ইসরাইলি ইহুদিবাদী আগ্রাসনে পৃষ্ঠপোষকতা দান ও সৌদি রাজতন্ত্রকে নিরাপদ রাখতে উগ্র ধর্মীয় সংগঠন আইএসকে পুনঃপ্রতিষ্ঠা করতে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘৃণ্য বোমা হামলা করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলের ভূরাজনৈতিক ও যুদ্ধবাজ রণকৌশল যখন পিছু হটছে এবং পরাজিত হচ্ছে তখন এই কাপুরুষোচিত হামলা ও হত্যাকাণ্ড পরিচালিত হলো, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ-সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। একইসাথে এই হামলা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন। দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের হামলা-হত্যা-হস্তক্ষেপ জাতিসংঘের আইন ও বিধির সাথে সাংঘর্ষিক।’

নেতারা আরও বলেন, ‘নিজ দেশে ট্রাম্প যখন অভিশংসিত এবং আসন্ন নির্বাচনে পুনঃনির্বাচিত হতে হুমকির সম্মুখীন, সেই সময় নিজের ক্ষমতাকে নিশ্চিত করতে হীন রাজনৈতিক স্বার্থেই ইরাকে এই হামলা করা হয়েছে। প্রতিটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং মধ্যপ্রাচ্যসহ দুনিয়াব্যাপী মার্কিন আগ্রাসন ও দস্যুতার বিরুদ্ধে বাংলাদেশসহ প্রতিটি দেশে সংগ্রামী জনতাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক অশোক সাহা,সম্পাদকদণ্ডলীর সদস্য ফরিদুল ইসলাম ও অমৃত বড়ুয়া বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসেন সিপিবি নেতারা।

ইরাকে হামলা সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর